সময় হল বুঝি
ভাঙ্গা নাওখানা তীরে ভিড়িবার
নেই বুঝি আর দেরি।
আশিটি বছর কেটেছে আমার
অথৈ সায়র মাঝে,
সোনালি প্রভাত, ব্যস্ত দুপুর, বিহানের সুখ শেষে
নাওখানা মোর ভিড়িতেছে ঘাটে, আজ এই
নিরালা নিঠুর সাঁঝে।
আধারেই বুঝি ঢাকিবে আমার
জীবন খেয়ার আলো,
রামধনুকের সাত রঙ বুঝি
লোভিল নিগুঢ় কালো।
শত তুফানের উত্তাল ঢেউয়ে
কাঁপেনি যে মন ডরে
আজ কেন এই নিশুথ বেলায়
কাপিছে তা থরে থরে।
কত যে স্বজন হয়েছে আপন বন্দরে বন্দরে,
হাসি আর গান ছিল অবিরাম হৃদয়ের মন্দিরে,
আজ কেন তবে দূর থেকে সবে
নাড়িতেছে হাত খানি।
একেলা পথিক ঘাটে ফিরিতেছি
করি একলাই আহাজারি।