জানি আজ বুঝি একটু বেশি ই বিরক্তি দিলাম তোমায়
শুরু থেকে শেষ অবধি আমার প্রতিটি কাজের পরেই
লক্ষ করেছি তোমার যুগল ভ্রুর কুঞ্চিত রুপ
যেখানে স্পষ্ট ছিল কিছু বলতে না পারার নিরব আক্ষেপ
ছিল ক্ষোভ আর অভিমানের  নিভে যাওয়া ধুপ।

তুমি তো ভালো করেই জানো
এই দুরন্ত গতিতে ছুটে চলা দুনিয়ায়
আমি এক আত্মভোলা পথিক
বিক্ষুব্ধ স্রোতে ছুটে চলা দরিয়ায়
আমি এক উলটো স্রোতের নাবিক...
তাইতো বুঝি চেনা পথগুলো বড় অচেনা...সুরগুলো বেসুরে
আগে যেতে যারে পথ করে দেই সেই ঠেলে দেয় দূরে।

তোমার অভিমাণগুলকে ভাঙ্গানো বা নতুন করে জাগানো
কোনটার ই ইচ্ছা নাই আমার, শুধু এটুকু বলবো বন্ধু...
চারিদিকে সব দুরন্ত বন্ধুদের ভিরে
একজন নাহয় চলল একটু ধিরে,
কি হবে পরে জয়ের মুকুট শিরে ?
পরাজয়েও কভু থাকে আনন্দ ঘিরে।