দুই বন্ধুর আলাপন
সালামুন-উর-রহমান
বৃষ্টিস্নাত শীতের রাত
মনোযোগ কাড়ছে ঝিঝির ডাক
মন বলছে একলা থাক
মন দিয়ে শোন ঝিঝির
এখনও হয়নি গতির রাত
হয়তো আর পাবিনা এমন রাত
হঠাৎ বন্ধু আসলো পাশে
আমায় দেখে মুচকি হাসি হাসে
মনোযোগ টা গেলো এবার উড়ে
থাকা হলো না আর চুপ করে
জিজ্ঞাসিলাম হাসছিস কেনো বল
সে বলে বলছি সাথে চল
হঠাৎ করে চিৎকার করে সে
বললো আমায় পেয়ে গেছি রে.....
আমি বলি কি পেলিরে ভাই
জলদি বল ধৈর্য যে আর নাই
সে বলে পেয়ে গেছি নারী
হৃদয়ে যে চলছে আহাজারি
বলছিস কিরে ভাই পেয়ে গেছিস নারী
তা কেমন দেখতে নারী
ভারী মিষ্টি হয়তো না..?
বলছি তবে শোন
হঠাৎ দেখি নারী, পরে লাল শাড়ি
খোপায় খোচানো ফুল
বেশ করে যে হেটে যাচ্ছে সে
ছেড়ে রেখেছে মাথার চুল
প্রথমে ভাবলাম সত্যি! নাকি মনের ভুল?
এর পরে হঠাৎ পিছনে ফিরে
বান্ধবীকে দিলো ডাক
বললো গেলে চল নইলে
আমি গেলাম তুই থাক
এক ঝলক দেখলাম তার রূপ
এর পরে যে মনটা থাকছে না নিশ্চুপ
টানা টানা চোখ নেই
নেই কপালে বড় লাল টিপ
তবুও তাকে দেখেই
বুকের ভেতর হচ্ছে ধিক ধিক
হঠাৎ করেই খোপার ফুলটি পড়লো খোসে
এবার পেছন ঘুড়ে.. আলতো ভাবে ঝুঁকে
তুলতে লাগলো ফুল
ভাবছি শুধু একি দেখলাম ঠিক হলো নাকি ভুল।
হঠাৎ দেখি কানে গুঁজতে গিয়ে ফুল
ফেলে গিয়েছে কানের দুল
টুক করে নিলাম তুলে
তাকে ফিরিয়ে দেবো বলে
অনেকটা পথ এগিয়ে গেছে তাই
পেছন থেকে ডাকার উপায় নাই
পেছন পেছন গেলাম কিছুদুর
মেয়ের হাটাটাও কি সুন্দর
এরপর হুট করে বসে
দিলো সে মাথায় হাত
কানের দূলের চিন্তায়
যেনো হবে সে কুপ কাত
বান্ধবী বলে পুরনো গেছে নতুন হবে
এত্ত কাঁদার কি আছে তবে?
সে বলে নতুন পুরাতন বিষয়টি তা না
এর সাথে জড়িয়ে আছে মা
সামনে গিয়ে বললাম আর কেঁদোনা
এই যে এই নাও তোমার মা
দুলটি হাতে পেয়ে সে
কিযে জোড়ে জড়িয়ে ধরলো রে....
এ অনুভূতি বলার মতো না
যতই চাই এটা ভোলার মতো না
গোটা গায়ে জাগলো এক শিহরণ
মনের মধ্যে তৈরি হলো আলোড়ন
বললাম হয়েছে হয়েছে ছাড়ো
কোথায় যাচ্ছিলে সেদিকে আগে রারো
হঠাৎ করে চমকে গিয়ে সে
দাড়ালো বান্ধবীর পাশে গিয়ে
বললো অনেক ধন্যবাদ তোমায়
জেনো মা কেই ফিরিয়ে দিলে আমায়
কোথায় যাচ্ছো ব্যাস্ত নাকি বলো
কিছুটা পথ নাহয় আমাদের সাথেই চলো
এই সুবাদে সামনে থেকে দেখা
বুঝলাম মেয়ে টি বড্ড বেশী একা
বেশ কিছু গল্পও হলো তার সাথে
বসন্ত পুরের কনো একটা মেসে থাকে
হাটা শেষ নিতে চাইছি বিদায়
সে যেনো দিতে চাইছেনা বিদায়
আমার থেকে জেনো আরও কিছু চায়
যা ভেবেছি ঠিক তাই
কথায় কথায় নাম্বার চেয়ে নিলো ভাই!
এখন শুধু সেই অপেক্ষায় আছি
ফোনালাপএ কখন আসবো কাছা কাছি
আমি বললাম সবই বুঝলাম ভাই
পেয়েছিস তার হৃদয়ে ঠাই
বন্ধু হিসেবে এটাই বলতে চাই
একটু সাবধানে আগাস ভাই
সব কাছে আসার মানে কিন্তু প্রেম নয়
মাঝে মাঝে গভীর বন্ধুত্বের সূচনাও হয়
তার হয়তো আপন বলতে কেও নাই
এ জন্যই হয়তো তকে দিছে ঠাই
এই জন্য জানা দরকার বন্ধুত্ব নাকি ভালোবাসা
কি কারনে তার এভাবে এত্ত কাছে আসা
বুঝার ভুলেই সব সময় হয় বড় ভুল
যার জন্য সারা জীবন দিতে হয় মাশুল
প্রেম না হলে কিন্তু মন খারাপ করিশ না ভাই
বন্ধুত্বের চেয়ে বড় রিলেশন হয়তো আর নাই