যত্তসব বন্ডামী (২৭৭২ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১২-০২-২০২৫ ইং
=================
বিশাল রঙিন পৃথিবীতে
দেখেছি কতো যাযাবর,
শান্তি নামক সুখ কথাটি
নষ্ট করেছে শান্তির ঘর।
আরে মানবদেহী মৃত্যু দূত
লেলিহান শিখা চালায়,
গুলির আঘাতে ছিন্ন দেহ
সকল জনগন জ্বালায়।
শান্তি তে যে নোবেল জয়ী
নি:চিনতে ঘুমিয়ে থাকে,
সোনার দেশের পরিস্থিতি
অনবিজ্ঞের চোখে দেখে।
গাড়িতে ছুটে মানব সেবী
ঢাকঢোল পিটায় কতো,
নিজের ঘাড়ে কুড়াল মারে
এখন সয়ে বোবার মত।
সুখের হাসি নয় সমাধান
নোবেল দিয়ে নয়রে জয়,
সুধী দয়া করে বন্ধ করুন
ভন্তামীর সব আশ্রায় স্থল।