যত্ত দোষ নন্দঘোষ (২৬১২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-০৯-২০২৪ ইং তাং
================
সমাজ দেশে যত্ত দোষ,সব নন্দঘোষ
পনের বছরে কেউ করে নাই,
সব করেছে গোপাল চন্দ্র সবাই বলে
ঘোষের বংশ ধরলে ছাড়ে নাই।
খুন ঘুম আর দখল দারিত্বে নন্দরা
এগিয়ে আছে সবার চেয়ে বেশি,
তাই তো তাদের গ্রেফতার করলেই
দেশের মানুষ খুশি রাশি রাশি।
অন্য কেউ অপরাধ করে নাই সবে
একেবারে ধোয়া তুলসীপাতা,
বৃদ্ধ জ্ঞানীগুণীরা সম্মান দেখাইয়া
মাথার ধরে সম্মানের ছাতা।
গুটি কয়েকের অপরাধের সারণী
ফিরিস্তি খুললে দেখা যাবে,
যাদের অপরাধের মাত্রা ভাইরাল
তাদের ইজ্জত কোথায় যাবে?
দুপুর বেলা গ্রেফতার করে সন্ধায়
স-সম্মানে ছেড়ে দিয়ে,
অসুস্থ ও বয়সের ভারের কারনে
কেমনে রাখে আটকিয়ে।
এমন টা আর বৈষম্য নয় রে শুধু
একতা সাম্যর নিদর্শন,
দেশে আজ বিরাজ করছে সুজন
নতুন মুখের সু-পদার্পণ।