যদি সুযোগ পাও (২৬৪৮ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১১-১০-২০২৪ ইং
=================
ভালো সময় আসে নাতো
এই জীবনে বারবার,
সুযোগ পেলে করতে হয়রে
সময়ের সৎ ব্যবহার।

সুযোগ পেলে লাগাও সময়
সৎ সাহস কাজে,
ক্ষুদ্র সময় ব্যয় করো না
তুমি আজেবাজে।

ভালো  কাজের সুসংবাদ
কোথায় গেলে পাবে?
মুখে বলার ভাষা নেই যে
ভাই ভাবি অনুভবে।

ভালো হওয়ার কোন সুযোগ
কেউ দেয় না ভবে,
হিংসায় ভরা মনটা সবার
স্বার্থের দুনিয়ায় তবে।

সুযোগ দিলে সুযোগ মিলে
ধরায় নিয়মানুযায়ী,
কেহর কাছে পায়গো সুযোগ
তার কাছে সে দায়ী।