জিম্মি (২৩২১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-১১-২০২৩ ইং
************************
ওহে পুরুষ তুই জিম্মি হইলি!
তোর সহধর্মিণীর কাছে,
আদমি নামের কলংকের কালি
লাগাইলি নামের পিছে।
ইসলাম বলে,মরদ সংসারের
নেতা,স্ত্রী তার সহযোগী,
মিলিমিশে সুঃখ দুঃখের সঙ্গী
হয়ে পরামর্শে উপভোগী।
পতী যদি হয় স্ত্রীর অনুগামী
যা সমাজ ধর্মে বেমানান,
হায়নো নামক জানোয়ারকে
উচিৎ স্বামীর কর্তৃত্বে নামান।
ঘোরের গরু হয়ে যদি আদমি
স্ত্রীর কর্তৃত্বে থাকে লিপ্ত,
ওহে!এমন নারী-পুরুষের প্রতি
সমাজ দেশ থাকে ক্ষিপ্ত।
স্ত্রী যা বলে পুরুষ সেভাবে চলে
একে বলে কেমন পুরুষ?
এমন মদ্দা সংসারে ঘৃণার পাত্র
ওরা নারীর প্রতি বেহুশ।