যাদুঘর (২৬১৭ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
০৯-০৯-২০২৪ ইং
==================×
পাগলের জন্য যাদুঘর তৈরি
এখন সময়ের ব্যপার,
ওই যাদুঘর পরিচালনার জন্য
দরকার যোগ্য র্যাপার।
জায়গা খুঁজছে কোথায় পাবে?
পছন্দের উপযুক্ত জমি,
পাগল হলেও এই যাদুঘর হবে
মেধাবিদের জন্য দামি।
এখন পাগল খুচ্ছে লিস্ট হচ্ছে
দেশে জরিপের মাধ্যমে,
কি কি বাজেট থাকবে সেথায়
তালিকা করছে পুরাদমে।
অনেকে বলে গনভবন সুন্দর
পরিবেশও অনেক ভালো,
শেখ হাসিনা পালানোর পরে
ভবনটা যে খালি হলো।
বৃদ্ধ পাগল আলাদা রুমেতে
যুবক পাগল ছোট কক্ষে,
এমন ব্যবস্থা না করতে পারো
সেথায় কেউ পাবেনা রক্ষে।
জাতীয় পশু ছাগল হবে নাকি
চারিদিকে শুনতে পাই,
সকল শ্রেনীর পাগল থাকলে
সবাই আমাদের ভাই।