ভুত চেপেছে (২৭৭৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-০২-২০২৫ ইং
***********************
মাথার ভিতর ভুত চেপেছে
ওরা মুক্ত ভাবে থাকলে,
মোদের উপর চেপে বসবে
খোলা আকাশে রাখলে।

ভুত চেপেছে তাইতো মোরা
ওই ভুত তাড়াবার চেষ্টা,
ছায়ার ভুত তাড়াতে পারলে
কাটবে অন্তরের রেশটা।

ভুত যে মোদের পথের কাটা
তাই সামনে লোহার বেড়া,
সবাই মিলে ওই আসল ভুতটা
যে কোন উপয়ে তাড়া।

তাই তো সংঘবদ্ধ নতুন জোটে
নানা ফন্দি ফিকির করে,
নানা ধরনের আইন ফাইন করে
চাপে রাখার চেষ্টা করে।

অনাকাঙ্ক্ষিত কৌশল খাঁটিয়ে
সদা অন্যায় জুলুম করছে,
অপরাধ নেই অপরাধী বানিয়ে
শুধু জেলের ঘানি টানছে।