ভুলের মোহে (২৭৩৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-০১-২০২৫ ইং
*****-***--**********
আমি ভুলের পিছে ছুটে
হারালাম একুল ওকুল,
জীবনটা হলো ছন্নছাড়া
ফলে পরিণামটা নির্মুল।
জীবনের লক্ষ্য নির্ধারণে
যদি একবার ভুল হয়,
জীবন হবে পোড়া কাষ্ঠ
ভবিষ্যতে যাবে হতাশায়।
ভুলের মোহে পাগল হলে
কালো ভুত চেপে বসে,
জীবন যায় জ্বালা পোড়ায়
মরণ যে কাছে এসে।
ওই আদমের ভুলের জাতে
আসলাম সুন্দর ভবে,
আজীবন তার গচ্ছা দিলে
নি:ষ্ক্ৃতি নেই রে তবে।
নিজের ভুল বুঝতে পেরে
যদি তওবায় ক্ষমা চায়,
প্রভু তাকে ক্ষমা করবেন
নিজের গুনের উছিলায়।