ভুলের দাম- ২ (২৬৬৪তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৭-১০-২০২৪ ইং তাং
=====================
সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান
ভুলের সংজ্ঞা দিল মর্ডান,
অসংখ্যবার ফেইল আমার ভুল
ভুলই ছিলো সফলতার মূল।
হেনরি ফোর্ডের একটি সফল উক্তি
ভুলের সুযোগে পাই মুক্তি,
যত জানার জন্য নানা ভুল করবেন
নিজের সু-জীবন গড়বেন।
এক প্রেমিকের মনের মত যত ভাষ্য
ভুলে প্রেমে সু-প্রেমের রহস্য,
ভুলে মানুষ ছলনার প্রেমে পরলে
শুদ্ধ প্রেমের সুযোগ গড়লে।
কাঠ পেন্সিল যদি তুমি ভুলই করো
পিছনে রাবারে ঘষামাজা করো,
পেন্সিল যতবার করিবে নিজেই ভুল
তোমার চরিত্রটা সফল ফুল।
আসুন সবেমিলে ভুলকে ভুলে যাই
এই ভুলে সত্যের সন্ধান পাই,
ভুল কখনও নিচে নামতে দেয় না
অনুশীলনে জীবনের ক্ষয় না।