ভুলের দাম (২৬৬৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-১০-২০২৪ ইং তাং
=================
অ্যালবার্ট আইনস্টাইনের  কথা
চিন্তা করিলে বুঝিবেন যথা,
ভুল না করিলে চেষ্টা যে বিফল
ভুল চেষ্টার স্থানেই রাখা।
শুনুন, ভুল করিলে ভুল ধরিবে
ভুল কথার ধরিবে দোষ,
কেহ শত্রুর বিরুদ্ধে ভুল বলিলে
রাগে মেগে করিবে ফোঁস।
ফেইজ বুকে সঠিক কিছু লিখলে
তাতে কমেন্ট সংখা জিরো,
কিছু ভুল অমূলক লিখে দেখুন
কমেন্টের সংখ্যায় হিরো।
নিয়ম মেনে হাটা শিখা যায় না
রিচার্ড  ব্রানসন বলেন,
ভুল পথে পা বাড়ানোর মাধ্যমে
আসল পথটি চিনেনে।
কলিন পাওয়েল ফলাউ করেন
জন্ম নেয় না যোগ্য নেতা,
চেষ্টা করে অভিজ্ঞতার মাধ্যমে
আসল প্রাপ্যর দ্বার সেথা।