ভুল ট্রেনে যাত্রা (২৩৩০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-১১-২০২৩ ইং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আবারো দিশেহারা হচ্ছে ওরা
তাই দিক বিদেকে দৌড়,
লড়াই করে জিততে না পারলে
বাসায় ঠাপ খাচ্ছে বউর।
কি করবে কি ভেবে পায় না?
শুধু ভুলের গাড়িতে পা দিচ্ছে
অনেকে মিলে শক্তি সংগ্রহে
নিজেদের অস্তিত্ব ঠিক রাখছে।
কেহ বলছে চল একই গাড়িতে
কেহ বলে আলাদা ট্রেন দরকার
কেহ বলে আবার সুষ্ঠু যাত্রার জন্য
নিরোপেক্ষ ভিন্ন গাড়ি দরকার।
সকল যাত্রীরা বাসায় ঝিমায়
সাহস শক্তির নাই ভালাই টালাই
কেহ বলে তোদের দূর্বল মনকে
জনগনের শক্তিতে কর ঝালাই।
ওরে ঝালাই করে লাভ হবে কি?
যদি সাহসে মাঠে পারো নামতে,
সর্বশক্তি প্রয়োগ করে পারবে
সকল অধিকার আদায় করতে।