ভুল শোধরানোর পরামর্শ (২৪০৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-০২-২০২৪ ইং
==================
মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়
ভুল হলে খুলে বলবেন,
ভালোর জন্য পরামর্শ দিয়ে
উপদেশ দিয়ে চলবেন।
সুধী ভুল হতে পারে আপনার
পারে কেহর অধিনস্থের,
সমালোচনা করার কি আছে?
তবে কি আছে বরখস্তের।
ছেলে মেয়ে আপনার স্নেহাশীষ
যদি কখন ও ভুল করে,
তাদের সমালোচনা করিবেন কি?
অন্য কাউকে নিজ করে।
সুধী,মূর্খতা কিন্তু প্রকাশ পাইবে
আপনার নিজ মুখের ভাষ্যে,
ভুলে যদি সন্তানের ভুল গুলিকে
প্রকাশ করেন কষ্টে স্ব-হাস্যে।
কেন হোন ভুলে অর্থের পুঁজারী?
কেন করেন স্বার্থ চরিতার্থ?
ভুল করে যদি ভুল করে থাকেন
এর আছে নাকি কোন অর্থ?
রচনা:- নিজ বাসায়, ০২-০২-২৪ ইং
রাত্র-৪.০০ টা।
লিখার উদ্দেশ্য :- দেশ বাসিকে পরামর্শ প্রদান।