ভয়ের প্রতিফল (২২৫৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-০৯-২০২৩ ইং
***********************
স্বপ্নের তাবির চুরমার হবে
যুদ্ধের ইঙ্গিত লেগেই রবে,
হায়রে বাংলা মানুষ জাতি?
রক্ত যুদ্ধে ভাসছে কাহারা
অন্যায় কাজে লিপ্ত তাহারা
কোন আশাতে রও মাতি!
ওই দেখা যায় বিপদ আসছে
সুখের ইঙ্গিত মনে যে ভাসছে
তবুও ভয় করে না যাহারা,
সঠিক ইতিহাস ঘাটলে পাইবে
লোভটাই তাদের মাথা খাইবে
শাখা শিকরে ধ্বংস তাহারা।
নারী আসক্তি,অর্থস্বার্থ লোভে
নর হায়ানার দল রাগ ক্ষোভে,
কালো পোশাকে মুখোশ সাজে
পুরুষ আর নারী সুখের নেশায়
লোভ লালসা উৎকোচ পেশায়
স্বার্থান্বেষী এই সমাজে বাজে!
ওরে চাইতে হইবে পাপের ক্ষমা
তাই করতে হইবে আমল জমা
এই বাংলায় রক্ষা পাইবে তবে,
নচেৎ পার পাবে না বিপদ থেকে
লাভ হইবে না ভিনদেশী ডেকে
একটাই যা হইবার তা হইবে!
দেখলে তাদের হাটু-কাপে ডরে
ফেরেস্তা দেখলে মন কাপে থরে
তোরা সাহসের নাকি ডিউব্বা,
তাদের দেখলে কাপড় যে নষ্ট
পুলিশ দেখলে মনে পাও কষ্ট
পিটার ডিহাসকে ডাকুন আব্বা।