ভয়ংকর রেমাল -১ (২৫২০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-০৫-২০২৪ ইং
=================
রেমাল অনেক ভয়াংকর
সিডরের চেয়ে বেশী,
বাতাসের গতিবেগে ভাবছি
খারাপ মোদের রাশি।
হায় এত বেশী সময় ঘূর্নিঝড়!
মুরব্বিরা দেখে নাই,
দিশেহারা বরগুনা জনগন
কোন যাবার রাস্তা নাই।
গাছপালা বাড়িঘরের চালে
বেরীবাধ ভেঙে পানি,
চোখের পলকে তছনচ করে
ভিতরে ডুকিছে জানি।
গাছপালা পরে রাস্তাঘাট সব
চলাচলের অনুপোযোগী,
বাড়ীর দড়জায় গাছ পরেছে
তাই বাড়ির মধ্যেই ভোগী।
পুকুরের মাছ ভেসে গিয়েছে
ভেসে গিয়েছে হাস,
তছনচ করে দিয়েছে রিমেল
আমার ঝাড়ের বাঁশ।
বিদ্র: মোবাইলে চার্য নেই কারেন্ট নেই তাই মন্তব্য দিতে না পারার জন্য আন্তরিক ভাবে দু:খিত।