ভোট আসিলে (২৫০৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-০৫-২০২৪ ইং
======================
ভোট আসিলে মোনাফেকি বাড়ে
সত্য সততা বিবেক বাড়ে না,
গুঁজিয়ে কয়টা টাকা দিলে কারে
সাধরে ধরে, তারে ছাড়ে না।
বিবেক বিকায় কিছু বিবেকবানেরা
শয়তানের তীক্ষ্ণ বুদ্ধি দেখে,
কেহ শয়তানের বুদ্ধির গুনগান গায়
প্রভুর দেয়া খাঁটি বুদ্ধি রেখে।
অযোগ্যেকে যোগ্য বলে মূল্যায়ন করে
যোগ্যতার মাপকাঠি চিনে না,
নৈতিকতায় কে ভাল আর কে খারাপ?
ভোটাররা সে বিচার করে না।
আবার কেহ নগদ সুখের ধরনা ধরে
যাহা পায় তা দিয়ে মহা খুশী,
টাকা পেয়ে তার গুনগানে লেগে যায়
আদর্শের বিচার করে না বেশী।
প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে যায়
যারে দেখতে নারি চলন বাকা,
স্ব-দলের হয়ে প্রার্থীর বিরোধিতায় ব্যস্ত
হায়! মান-সম্মান যায় না রাখা।