ভরসা (২৪৩৫ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
০৫-০৩-২০২৪ ইং তাং
===================
ভরসা শুধু ক্লাসের স্যার
জীবন মানের জন্য,
পুঁজি নিয়ে আসলে কাছে
মন ফুর্তিতে হয় ধন্য।

ক্লাসের পড়া ছেড়ে দিয়েছে
মোবাইল ধরেছে কষে,
ক্লাসের ছেড়ে বাহিরে ভালো
প্রেমের গল্পে রসে বসে।

সারা বছর পড়ে না শিক্ষার্থী
মেয়েদের পিছে ঘুরছে,
পরীক্ষার সময় নকলের জন্য
প্রাণপণ সংগ্রাম করছে।

নকলের প্রতি ভরসা শিক্ষার্থীর
মনে ভরসা নেই একবিন্দু,
অভিবাবক ভাবে তার সন্তানেরা
জ্ঞানে দক্ষতায় মহাসিন্ধু।

গ্রামের প্রায় শিক্ষার্থী অনুপস্থিত
ক্লাসে জবাবদিহীতা করলে,
অভিবাবক আসে তেড়ে শ্রেনীতে
স্যারদের সম্মান হানি করলে।