ভোরের হাওয়া (২৪৯৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-০৫-২০২৪ ইং
====================
খুব ভোরে ঘুম থেকে উঠিয়া
পায়চারি করে ফুল বাগানে,
সুখে স্বাচ্ছন্দ্যে দিনাতিপাত
সদা থাকবে তুমি শান্তমনে।
মনের পরশে আলোর দীপ্ততা
ভোরের বায়ু লাগে গায়ে,
চেতনাবোধ সদা উষার আলো
দখিনা সমীরণ বহে বায়ে।
অলস মস্তিষ্কের মানুষগুলো
হেলায় কাটাবে দিনগুলো,
ওদের বাড়বে কষ্ট সময় নষ্ট
দু:খ ক্লেশ অজানা বলো।
ভোরে ঠান্ডা হাওয়া বহিয়া চলে
প্রকৃতিতে মিলে মিশে রয়,
বিহঙ্গ ররে মাতে সকাল সন্ধা
যামিনী অপগম হলো প্রায়।
হরেক আনন্দে অতিবাহিত হবে
হিতাহিত বোধে স্বীয় শক্তি,
আপন আলোয় পৃথিবীর মায়ায়
অশুভ ছায়ারাশি হতে মুক্তি।
ভোররাতে জেগে প্রভুর স্মরণে
যেজন করুনা প্রাপ্তিতে রয়,
করুণাময়ের কৃপা তার জীবনে
শুভ সৃষ্টিতে তার হবে জয়।