ভালোবাসার বিবেক (২৪২৯তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-০২-২০২৪ তম
=================
আমায় ভালোবেসে তুমি
মনটা দিলা কারে,
আমি অনেক কষ্ট পাইছি
তোমার ব্যবহারে।।
ভুলবার মত কিছু ঘটলে
ভুইলা যাইতাম তোরে,
কষ্ট আর ক্ষোভ থাকিত না
আমার পোড়া অন্তরে।।
আমার সাথে ভাব জমাইয়া
অন্যের বুকে মুখ মিলাও,
বিরহ এ মনটারে কাঁদাইয়া
প্রেমের ভাব জমাও।।
তুই বন্ধু মহা সুখে থাকিস
আমি খবর নিবো না,
আমার মত থাকতে চাইরে
আমার আপন ঠিকানা।।