ভিসানীতি (২২৮৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-১০-২০২৩ ইং
====================
যারা ভিসানীতি শুনে আটখান
মনে ফুর্তির ঢেউ বইছে,
ভিসানীতি যে তাদের উপরেও
ওই পিটার ডিহাস কইছে।

ওই মুর্খ গন্ডের দলে বুঝে না যে
আসলে ভিসানীতি যে কি?
আমেরিকা এই আইন প্রকাশিলে
উল্লাসীদের উপয় হবে কি?

ওরা মনে করছে যে ভিসানীতি হল
ওদের শত্রুর পরে নিষেধাজ্ঞা,
এই নীতি হলো বাংলাদেশের সবার
আমেরিকা না যাওয়ার আজ্ঞা।

ওরা মিষ্টি না দেখেই লোল ফালাছে
মিষ্টির স্বাদ যে কত মধুর?
আজ বুঝে না ওরা ভিসানীতির স্বাদ
সবার জন্য কত বেদনা বিধুর।

ওই ভিসানীতিতে আমেরিকার কি লাভ?
শুধু একচ্ছত্র আধিপত্য বিস্তার,
ওই মহা জনাবেরে মান-সম্মান না দিলে
বাংলার নেতানেত্রীর নাই নিস্তার।