ভিন্ন চিন্তা চেতনা (২৪৭৮ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১৭-০৪-২০২৪ ইং
==================
ভিন্ন মায়ার জগতের মানুষ
ভিন্ন সুরে গুনগান গাই,
এরি মাঝে যদি ভিন্নতা দেখি
পুরোটা গবেষণা চালাই।
ভিন্ন আমার রঙিন জগতটা
ভিন্ন মানবিক সব রীতি,
ভিন্ন মনের মানুষের মাঝারে
স্বজন সখ্যতা পিরিতি।
ধরায় ভিন্ন আমার ন্যায়নীতি
ভিন্ন উপলব্ধির কথন,
জগতের মাঝে খুঁজে বেড়াই
সু-মানুষ মনের মতন।
রঙ বেরঙের সুখের আশাতে
আমি বেঁধে রাখি বুক,
হাজারো ভাবে উপভোগ করি
স্বর্গের ভিন্ন রঙের সুখ।
আলাদা চোখে উপভোগ করি
মায়ার জগতের আলো,
আমার মধ্যে ভিন্নতার লক্ষনে
স্বার্থে কেউ বাসেনা ভালো।
কত ভিন্ন পথে অগ্রসর হয়েও
আমি মনকে রাখি সৎ,
জগতের ভিন্নতাতে পাব বলে
দয়াময় প্রভুর রহমত।