ভিন্ন চাহিদা (২৭২৪তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-১২-২০২৪ ইং তাং
===================
পুরুষ মহিলা যদিও দুজন
থাকে একই ছাদের নিচে,
মনের খোরাকির পার্থক্যটা
তাদের চাহিদার ভিতরে।

পুরুষের চাহিদার ধরন একই
দাম্পত্যের সারাটি জীবন,
নারীর চাহিদা দিনের পর দিন
হয় অনেকাংশে পরিবর্তন।

সব বয়সের পুরুষদের চাহিদা
সুন্দরী আঠেরোর নারী,
মনের চাহিদার এমনটাই চায়
হয়তো কার্যহীন পুরুষেরই।

নারীরা যখন তিরিশের কোটা
করে এমনিতেই পদার্পণ,
সফল পুরুষেরা কাম লালসায়
সদা সর্বদা ব্যস্ততা তখন।

সমাজের প্রতিষ্ঠিত পুরুষ চায়
নারী যখন পৌছে চল্লিশে,
নারী পঞ্চাশে চায় এমন পুরুষ
যে সেবক মনে ভালোবাসে।

যদি নারী ষাটের কোটায় পৌঁছে
সে নারীকে দুর্বলতায় ধরে,
সহযোগিতার মনেভাব হিসেবে
পুরুষ সেই কামনাই করে।

সত্তর আশিতে পোছলে নারী
মনে এমন কামনা করে,
পুরুষ তাহার পাশে বসিয়া সদা
সর্বদা ধর্ম শুনাক তারে।

নব্বইয়ের স্তরে পৌছলে নারী
প্রভু বিশ্বাসী পুরুষ চায়,
সুন্দরী নারী সারা জীবন নয়
চায় অন্তরে আল্লাহর ভয়।