ভেবে চিনতে (২৭৯৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-০৩-২০২৫
===================
কথা বলবেন ভেবে চিনতে
এক মাঘে শীত যায় না,
আগামী মাঘে শীত আসবে
অনেকে মেনে নেয় না।
জঙ্গলের বাঘে না খাইলেও
মনের বাঘকে কর ভয়,
এই ভয়কে সাহসের সহিত
করিতে হইবে যে জয়।
আজ তুমি ক্ষমতা পাইয়া
অতিরিক্ত শক্তি দেখাও
এ শক্তি নব-প্রজন্মের কাছে
উপস্থাপন করে শেখাও।
জগতে দাদারো দাদা আছে
তা ভুলে গেলে কি চলবে?
ভুলে গেলে ওই দাদার দ্বারা
নিজেকে বিপদে ফেলবে।
যদি পা বাড়াও হাত বাড়াও
যোগ বিয়োগ করে বাড়াও,
শক্তি ক্ষমতা কয় দিন থাকে
পরবর্তী ধাপকে শেখাও।