ভাষার মর্যাদা( ২৭৮২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২-০২-২০২৫
=================
বুকের রক্তে রাজপথ হলো
কৃষ্ণচুড়ার মত লালে লাল,
ভাষার জন্য জীবন বিলালো
রাজপথে ভাইয়েরা কাল।

সালাম বরকত রফিক শফিক
বাংলা ভাষার জন্য দিল প্রাণ,
মায়ের ভাষার মর্যাদা রক্ষার্থে
করে গেলেন জীবন দান।

সেই বায়ান্নের ফেব্রুয়ারী মাসে
একুশ তারিখ রক্ত দিলেন যারা,
বাংলা ভাষার জন্য শহীদ হলেন
বাংলায় মরেও অমর তারা।

বাংলা ভাষায় আজো কথা বলি
নিজের আঞ্চলিকতা রক্ষা করে,
এই মায়ের ভাষা যাচাই বাচাইতে
মর্যাদা পেলেন বিশ্বের দরবারে।