ভালোবাসার ফুল (২৪১৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-০২-২০২৪ ইং
==================
ভালোবাসায় ফুল বিলালে
হয় কি ভালোবাসা?
ফুলের সাথে জড়িয়ে আছে
ফাঁদে ফেলার আশা।

ফুল দিলে কি ভালোবাসবে?
কেমনে বুঝেন আপু,
দেহের স্বার্থ চরিতার্থের লাগি
ইচ্ছে মিটাবেন বপু।

আপু, বুঝে শুনে ফুল ধরিবেন
প্রতারণা না ভালোবাসা,
দাদু,প্রতারণার ফাঁদে ফেলে কি
মেটাবেন মনের আশা?

ভালোবাসা আজ বেহায়া হয়েছে
নেই তার লজ্জা শরম,
শারিরীক চাহিদা মিটাবার লাগি
ফুলের ভালোবাসা চরম।

আবেগ দিয়ে ভালোবাসা নয়'রে
বিবেকের বিষয় জড়িত,
কেন ছেলে মেয়ে আবেগ নিয়ে
ফুল দিয়ে হও তাড়িত?