ভালোবাসার প্রথম দিন(২৫৫৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-০৭-২০২৪ ইং
=====================
তোমাকে প্রথম দেখেছি তাই,
ফুলের বাগানে সবুজের উপর ফুল বিছিয়াছি
আকাশে মেঘ রেখেছি যদি তুমি বৃষ্টি চাও-
মনকে পরিছন্ন করে রেখেছি যখন তখন দিব বলে।
ইচ্ছে নদীতে দুজনে হাবুডুবু করে সাঁতার কাটাবো
সমুদ্রের তীরে হাটবো বলে শুকনো বালি রেখেছি
হাতের রঙ তুলিতে আঁকবো বালির উপর নকশা,
যেখানে ভালোবাসার বিমূর্ত চেহারা ভেসে উঠবে।
কবিতার সুর ছন্দে মুড়ে দিব তোমার সারা গাত্র
নানা শব্দে কত শত কবিকে করে দিব তোমার দাস,
যারা তোমার সুরে সুর মিলিয়ে আবৃত্তি করবে
এই ধরনীর মাটিতে করেছি কত কবিতার প্রয়াস।
গাঁয়ের পর গাঁ জুড়েছি আলোর আঁকাবাকা পথ
তোমার জন্য এঁকেছি শীতল মায়াবী কুয়াশা ভোর,
সকাল বেলা খালি পায়ে ফুল বাগানে ঘুরে দেখবে
যেখানে কত ফুলের কলি হাসছে প্রজাপতির রঙে।
কত পাখ-পাখালির উষ্ণ আদর নীড়ে প্রেমাবেগে?
আর দোয়েল,শালিক, হলদে পাখির ঠোঁটে মিষ্টি গান,
আমার নীড়ে আসবে যখন, তুমি যদি শুনতে চাও
সেই সকাল পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে।
শীতলের ছোঁয়ায় যদি কাপতে থাকো ঠোঁটে ঠোঁঠে
তখন তুমি উষ্ণতা চাইলে, সূর্যকে রেখেছি তোমার
তরে, তোমার সাথে মানবের ঘর বাড়িকেও উষ্ণ করবো
সেই আলোতে যদি তুমি আস এবং ভালোবাসো।