ভালোবাসায় ফিরে পাবে(২৫৯১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-০৮-২০২৪ ইং
=================
ভালোবাসায় ফিরে পাবে তোমার দেয়া প্রেম
বদৌলতে গড়তে পারবে ভালোবাসার ফ্রেম।
প্রতিহিংসার আগুনে তুমি জ্বালাইওনা কারে
নিজের বিবেকে ভালোবাসো পূন:নতুন করে।
ওই সাহাবা মুরিদের কথায় কান দিও না আর
ওরাই তোমায় বিছিন্ন করবে মন থেকে সবার।
একজনের কথা শুনে তুমি পর করছো সবারে
এটা কি তোমার ভুল নয় বন্ধু ভেবে দেখো বারে।
বুদ্ধি দিতে পারে একজনে মান দিতে পারে না
মান-মর্যাদা পেতে হলে বন্ধু  লাগবে সবজনা।
ভেবে  দেখো এক  নীতিতে বিভোর মহাবিপদ
মন অবস্থানের পরিবর্তনে ফিরে পাবে সুপথ।
এখন ইজ্জত নিয়ে ছিনিমিনি উদ্ভট যত কথা
কিনে এনেছে টাকা দিয়ে শুনতে হবে যথাতথা।