ভালোবাসা দিবস (২৭৭৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-০২-২০২৫ ইং তাং
================
বেহায়াপনা দিবস হলো
আজ ১৪ ই ফেব্রুয়ারী,
মহামূল্যবান দামী জিনিস
হারায় অনেক নারী।

সু-চতুর দুষ্ট ছেলের মিষ্টি কথায়
পড়ে বহু কিশোরী,নারী ফাঁদে,
জীবন মান সব বিকিয়ে
অবশেষে বসে বসে কাঁদে।

এ দিবসে প্রেমের নামে চলছে যেন
যত্ত অশ্লীলতার মৃদু ছোঁয়া
অনেকের মন এই দিবসে
যেন পান্তা ভাত আর মোয়া।

ফুল বিলিয়ে ভালোবাসা দেয়
পথে ঘাটে কত পার্কে,
ফুল যদি গ্রহন না করে কেহ
তাকে রাখে কালির মার্কে।

নারী তুমি সদা সম্মানীতা
সকল আলায়েরই আলো,
পঙ্কিলতার ছোঁয়া লাগলে
তোমার জীবন হবে কালো।

দুষ্ট ছেলে আর বেহায়া নারী
তুমি জান,শবে- বরাত আজ
বেহায়ার নামে ফুল বিলালে,
তোমরা পাইবে শরম লাজ।