ভালোবাসা বাসি (২৫ ৭৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩০-০৭-২০২৪ ইং
============
ভাবছি কি জানি আকাশের বুকে
লুকিয়ে আছে কতশত সুখ?
দেখি মেঘে মেঘে গোপনে সে
আঁকে শুধু তোমারই হাসি মুখ।
সাগর জলে নদীর কুলে ঢেউয়ে
খুঁজলে পাবি নাকি ভালবাসার,
আঁকলে ছবি স্বপে পাবি তাহাকে
নিয়ে পুরাবে মনের সব আশা।
আমি কবি বলছি সবই আজও
নেই ধরায় ভালোবাসা বাসি,
রাগে ক্ষোভে সে ছেড়ে গেছে কবে
তবুও ওই নীল আকাশ উদাসি।