ভালো বউ (২৮১৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩১-০৩-২০২৫
========================
বউ হতে হবে কাস্টমার কেয়ারের মত
যার আচরণ হতে হবে ধৈর্য্যশীল,
বউয়ের ভাষা হবে সুন্দর মনোমুগ্ধকর
মুখ হবে জড়তা মুক্ত অদ্ভুত সুশীল।
সারাদিন কাজকর্ম সেরে স্বামী যখন ই
সন্ধায় বাড়িতে বাসায় আসবে,
হাতপাখা নিয়ে কাছে বসে বাতাস করবে
সুন্দর মোলায়েম সুরে কথা বলবে।
স্বামীর গায়ে পরিশ্রমের কষ্ট থাকতে পারে
এমন কি বকাঝকা যদি দেয় তারে,
স্যার বলে সম্মেধন করে বলবে শান্ত হোন
সব বিষয় দেখছি ধৈর্য্য সহকারে।
একজন বউ সংসারের চতুর্দিক ঠিক রাখে
যদি স্বামীর আত্মীয় স্বজন ভালবাসে,
স্বামী খুশি হয় আত্মীয় স্বজন খুশি আল্লাহ
তবে স্বামী থাকে সদা এমন স্ত্রীর পাশে।
ভালো বউ স্বামীর মালামাল হেফাজত করবে
কাউকে কিছু দিলে স্বামীর অনুমতি নিবে,
সর্বদা স্বামীর আদেশ উপদেশ মেনে চলবে
কোথাও গেলে যেতে চাই স্বামীর পরামর্শ নিবে।
বিদ্র: ঈদ ব্যস্ততায় সবার কবিতা পড়বো সন্ধার পর।