ভাগাভাগির সংসার (২৪১৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-০২-২০২৪ ইং
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
সংসারের কাজে ভাগাভাগি
সহমর্মিতার একাংশ,
অংগ্রহনমূলক কাজ না হলে
সংসারের হবে ধ্বংস।

অপরের মেয়ে  নিজের মেয়ে
একপাড়ায় বাস করে,
অন্য ঘরের মেয়েটাকে সবাই
নিবেন আপনার ধরে।

আপনার টারে যা পড়াইবেন
অপরের টারেও তাই,
অপরের মেয়েকে অপর ভেবে
খাবারের ভিন্নতা নাই।

সংসারে এই ধরনের হীনমন্যতা
মন থেকে সবাই ভাগাও,
পরিবারের ও সংসারের প্রতি
সমান দায়বদ্ধতা জাগাও।

পুত্র বধুকে নিজের সন্তান ভেবে
বন্ধু,করবেন না রাগারাগি,
সংসারের কাজ ও খাবার নিয়ে
কেউ করবেন না ভাগাভাগি।