ভাব ভালো না(২৬৮৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-১১-২০২৪ ইংতাং
===================
বলদের প্রার্থনা মহিষে পড়ায়
নিজের মতন করে,
যা পড়ায় তা সঠিক ভেবে সে
লোকমা দেয় না তারে।

আগে পড়াইতো বাংলা সুরায়
আরবি কঠিন ভেবে,
মাঝে মাঝে বাংলিশ ভাষায়
ভালো ইমাম সেজে।

আতালের বলদের গুরুত্ব নেই
ওই বাড়ির ষাঁড় খোঁজে,
পরের মাথায় বরাই নুন রেখে
তেতুল খোঁজে রোজে।

পাগলের হাট পাগলের ঘাট
পাগলের খেলছে খেলা,
পাগল খোঁজার হীরিক পরেছে
বসাবে সংস্কৃতির মেলা।

খেলোয়াড় বিনে ফাঁকা মাঠে
গোল দেয়ার পায়তারা,
আজীবন যারা মাঠে খেলছে
খেলবে তাদের ছাড়া।

ইমাম সাহেবের কেরাত ভুলে
মোয়াজ্জেম গ্রেফতার,
ওই ইমামের সকল মুসুল্লিদের
অপরাধের হিস্যা বেশুমার।