উত্তাপের  ছোঁয়া (২৪৯২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০১-০৫-২০২৪ ইং
======================
বৈশাখী দাবদাহে অতিষ্ঠ মানুষ
তবো উসখুসে মাতি রাতে,
লোডশেডিং এ দিশেহারা স্বজন
তালপাখা রাখবেন সাথে।

অনাবরত চলে হাতের চাবিতে
তাতে হয় না মাথা ঘোরে,
এ বৌশাখী দূপুরে পথের সম্বল
হাতে ছাতাটা রাখিও ওরে।

অবিরাম চলে হাতের মোচড়ে
কখনো বা ঘোরে মাথা,
রোদেলা দুপুরে পথের সারথি
হয়ে যায় কালো ছাতা।

রোদেলা দুপুরে কাঠফাটা রোদে
ওই চৌচির মাটির ভাজে,
কৃষান ঝরায় দেহো থেকে পানি
ঘর্মাক্ত হয়ে ঝরে লাজে।

বটবৃক্ষ কমে বাড়ছে পাকাভবন
তাই প্রকৃতিটা হয়েছে চড়া,
কালো বৈশাখী বৃষ্টি গেল কোথায়
কৃষক নাম দিয়েছেন খরা।

কে জানে প্রকৃতি এতোটা নিষ্ঠুর?
মায়াহীন ধরণীর এই বুক,
নিজ হাতের কর্মে নিপাত হয়েছে
এই ধরনীর আনন্দ সুখ।

পুরানো দিনের সবুজ শ্যামল গ্রাম
উদ্যোগ নিয়ে ফেরানো যায়,
তবেই আসবে ছায়া ঘেরা প্রকৃতি
দেশের সুন্দর প্রতিটি গাঁয়।