উৎপাত (২৭৩৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৬-০১-২০২৫ ইং
********************
সোনার বাংলায় রাজনৈতিক ছত্রছায়ায়
কিশোর গ্যাংয়ের বেড়েছে উৎপাত,
বৈষম্যর সুত্র ধরে সারা বাংলায় তাদের
অসীম ক্ষমতার দাপটের সূত্রপাত।

পাড়া মহল্লায় শিক্ষালয়ে বেড়েছে মহড়া
পাহাড়া দিচ্ছে লাঠি,অস্ত্র চাপাতি,
পদত্যাগে বাধ্য করছে সন্ত্রাসী কর্মকাণ্ডে
নেশা খোড় খুন,ছিনতাই ডাকাতি।

সাধারণের জনগণের মনে প্রবেশ করছে
শুধু ভয়ভীতি আর সম্মান আতঙ্ক,
সমাজ গ্রাম দেশ জুড়ে ছড়িয়ে পরেছে
নিজস্ব ভাইরাসের মত জটিল অংক,

সামাজিক অবক্ষয় রোধে গড় সচেতন
নেশার গায়ে আঘাতে হবে নির্মুল,
এর বিপরীতে খেসারত দিতে হবে সব
ব্যতায় ঘটলে জাতি করবে যে ভুল।