উদাসীনতা (২৭৪৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-০১-২০২৫ ইং তাং
==================
নেতা যদি হয় উদাসীন
কেমনে দেশ চলবে?
মেরুদণ্ডহীন নৈতিকতা
দেশবাসী সবাই বলবে।

যে নেতা আজ দেশের খবর
তার মাথায় রাখে না,
তার দায়িত্বে থাকাটাই হবে
দেশের জন্য যাতনা।

এই জানুয়ারির এক তারিখে
নতুন বই দেয়ার কথা,
বই না পেয়ে সকল শিক্ষার্থীরা
ক্লাস ছেড়েছেন যথা।

সময় গড়াবে বই পড়াবে
গচ্ছা দিবে ছাত্রছাত্রী,
দেশের জন্য শুভকর নয়
দোষটা ওদের যে মাত্রী।

উদাসীন থাকলে কেমনে চলে
সব বিদ্যাপিঠ বলছে,
শিক্ষা নেতার এমন উক্তিটা
পাকাধানে মই ফেলছে।

চাকুরী জীবির কষ্টের দিকটা
নেতায় মানতে নাহি চায়,
তার দ্বারা এ সোনার বাংলার
কিছু লাভের আছে উপয়।