তুয়ার আশা (২৩৩৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৭-১১-২০২৩ ইং
=================
তুয়ার আশা ভেস্তে গেছে
মুখ দেখাবি কেমনে?
সমালোচনা অনেক করছো
আসলে নাকি এমনে।
বড় কথা আজ কোথা গেলো
একটু ভেবে দেখছো,
এমন কুট কৌশলের কথা যে
কোথা থেকে শেখছো।
সবখানে তুয়ার আশ্বাসের বানী
মনে আশার ভিত্তি গড়ে,
আজ উত্তরের ঘূর্ণি ঝড়ে সব
আশা লণ্ডভণ্ড করে।
যেথায় যেখানে গুন গেয়েছো
হায়!ভেবে দেখার বিষয়?
এখন ভুলের খেচারত দিয়ে
ঝালের চোটে হিশাও।