তুমি আমার বন্ধু (২৪৭২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-০৪-২০২৪ ইং
==================
ফুলের আদলে মধু থাকে
নদীর বুকে থাকে ঢেউ,
বন্ধু ছাড়া এ-জীবনে শূন্য
নেই যে আমার কেউ।
নীল আকাশে তাঁরা থাকে
চাঁদের বুকেতে আলো,
কথোপকথন না হলে বন্ধু
কি করে থাকি ভালো।
কোমল হাতের ছোঁয়া নাহি
পেলে আমি ভেরী একা।
জোৎস্না রাতে একা হলাম
নেই যে তোমার দেখা।
বন্ধু তুমি প্রতিজ্ঞা করবেতো
আমায় ছেড়ে যাবে না,
সুখের দিনে দু:খের দিনেও
হাত দুটি ছাড়বে না।
কখনও যদি একা হয়ে যাও
তুমি আমায় দিও ডাক,
কথা বলবো তোমার সাথে
নীরবে দু,জন সারারাত।