টুকরো ক্ষোভ (২২৮৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-১০-২০২৩ ইং
=====================
ওরা প্রেম ছাড়া বুঝে না কিছু
তাইতো নিত্য আসে যায়,
আসা যাওয়ার একটাই কারণ
প্রেম ভালোবাসা বিলায়।
ওরা ফেরিওয়ালার মত করে
বিক্রি করে ভালোবাসা,
কারো জন্য আবার মাধ্যম হয়ে
পৌছায় সু-বার্তা আশা।
ওরা লেখা পড়ার ধার ধারে না
বই খাতা আর ছাড়ে না,
লোক দেখানোর জন্য আবার
মুরব্বিদের ধার ধারে না।
ওরা বাহিরে যাওয়ার অজুহাতে
সদা সর্বদা থাকে ব্যস্ত,
অসুস্থতার অজুহাতে ফাঁকি দেয়
আড্ডায় থাকে ন্যস্ত।