তৈল ফেরৎ চাই (২৩০৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩০-১০-২০২৩ তাং
======================
নিতে চাই নি দিয়েছো যখন
কেন ফেরৎ চাও?
যেখান থেকে আসছো তুমি
সেথায় চলে যাও।
সুখের জন্য তৈল দিয়েছো
শান্তি পাইবে বলে,
আমার গুলি বৃথা যাবে না
মারবো ওদের কলে।
সাহসের যোগান দিয়েছিলো
পতনের পক্ষের শক্তি,
সিংহ মামার ক্ষমতার দাপটে
পাই নি আমরা মুক্তি।
যার কারনে ফেরত চায় তৈল
যা দিয়েছিলো মামারে,
মামায় এখনও আশ্বাস দেয়
বিশ্বাস করি না তাহারে।
সব আশ্বাস যে ভেস্তে গেলো
নিরাশ হয়ে ঘরে ফিরছি,
তারিখের বন্যার প্রভাব লঘু
লজ্জা শরম পেয়ে মরছি।