তোমায় মনে পড়ে (২৩৮৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-০১-২০২৪ তম
==================
ভালোবাসা দিয়ে ভালোবাসা নিও
আবেগ দিয়ে নয় বলি,
তুমি যে আমার পরম ভালোবাসার
একটা গোলাপের কলি।
তোমার কাজলকালো হরিন চোখে
অতি সুললিত এক মায়া,
দীর্ঘ প্রেম ভালোবাসার মধুর মিলন
মন-প্রাণে ফেলেছে ছায়া।
মায়াবী দুটি চোখ করুণ আবেদনে
তুমি যখনই যে দিকে চাবে ,
আমার উপস্থিতি তোমার অনুভূতি
ফুটান্ত পাপড়ির মত পাবে।
ভালো থেকো তুমি ওগো কুলসুম
ওগো নিজের মাধুরী নিয়ে,
তোমার হিয়ার মাঝের স্নিগ্ধ মায়াটি
তোমার সু-প্রেমী কে দিয়ে ।
প্রিয়া,কোনদিন যেন থাকতে না হয়
কষ্টের শিকলবন্দী কারাগারে,
রূপ ও প্রেমের এমন লাবন্য মিতালি
প্রেমি কি ভাবে ভুলতে পারে।