তোমায় ছাড়া (২৪৬৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-০৪-২০২৪ ইং
==================
কোন কিছুই ভালো লাগেনা
কখনো তোমায় ছাড়া,
ভালো লাগে না এই রোগটা
করছে আমায় তাড়া।

কবিতা লিখবো গল্পের ছলে
নিরালায় মনের আশে,
লিখতে গেলেই তোমার মুখটা
মনের কোনে যে ভাসে।

যেথায় সেথায় ওই লোকালয়ে
পথে,হাট বাজার যাই,
সব খানেতে তোমার গুনগান
মুখে মুখে শুনতে পাই।

কবিতা লিখা সখ যে আমার
তোমার সাহায্যেতে ভাই,
তোমায় নিয়ে লিখতে বসলে
হাজার লিখা খুঁজে পাই।

অপরাহ্নের ওই লাল আভাটায়
রাতে জোছনার আলো,
চাঁদের  মতন তোমার  হাসিটা
কতই যে  লাগে ভালো!

তোমার ভালোবাসার গল্প নিয়ে
কবিতা লিখবো শত শত,
সুর ও ছন্দের রুপের ঝিলিক
উদ্ভাসিত তোমারই মত।