টিপু দাদা (২৪৩৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-০৩-২০২৪ ইং
===============
টিপু দাদা ভালো মানুষ
সব লোকে বলে,
এই কথাটি পরপাড়ে যেন
সঠিক হয়ে ফলে।

নরম স্বভাবে কথা বলতেন
ভাষা ছিলো মিষ্টি,
ছোট করে অল্প পরিসরে
কথা বলা তার কৃষ্টি।

উচ্চ শিক্ষিত মার্জিত ভাষি
কথায় ছিলো হাসি,
বাংলা ভাষার দক্ষ কারিকর
সবাই ভালোবাসি।

তার আচারণে কষ্ট পাইছে
এমন লোক যে নাই,
একাকী থাকতে ভালোবাসে
ভাবুক লোক যে তাই।