ঠাঁস ঠাঁস বজ্রপাত (২২৯২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-১০-২০২৩ ইং
==================
ঠাঁস ঠাঁস বজ্রপাতের শব্দ
চারিদিকে শুনা যায়,
হাওয়ায় সাথে মিলে যায়
ব্যাঙের সর্দির ভয়।।
কেহ বলে যে ভাদ্রের তালে
পরিয়া ধুপুত করে,
ভয় পেয়ে আবার দূর্বলেরা
ডরে ফিরে নিজ ঘরে।
ছোট মুখে আবার বড় কথা
কানায় শুনতে পায়,
কেহ আবার সকল কানারে
হাতির শুর দেখায়।
মেঘে যত ডাকে তত বর্ষে না
বর্ষিলে বন্যা দেখা দিতো,
কয়লা ধুইলে ময়লা যায় না
যায় না হৃদ মাঝারে ক্ষত।
চারিদিকে শুধু নাই নাই শক্তি
নাই ভক্তের মনের ভক্তি,
কোথায়ও গিয়ে ঠাই পাবে না
মনে নিস্তার নাই এক রত্তি।