ঠান্ডা মাথায় যোগ বিয়োগ (২৭৭৩ তম)
এক,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৩-০২-২০২৫ ইং তাং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
রাজনীতির যোগ বিয়োগ করছে ঠান্ডা মাথায়
বীজ গনিতের সমীকরনে শুদ্ধি পরীক্ষা যেথায়।
হর হামেশা করছে তামেশা, নতুন অংক কষে
যত চিবায় আখের ছোবড়া মুখ ভরছে রসেভসে।
ঠান্ডা মাথায় যোগ বিয়োগ শুধু ক্যালকুলেটর নষ্ট
হেড স্যারের তদারকি ভালো,করতে হয় না কষ্ট।
অংকের স্যার খুবই মেধাবী,শিক্ষার্থী ধরে না ভুল
ঠান্ডা মাথায় গনিত কষছে, ভুল নেই এক চুল।
ইউনুস স্যারে বরাবরই শতকরার হিসাব ভাল করে
সহজ সরল সমীকরনে তার মতাদর্শে সঠিক ধরে।
যোগ বিয়োগের মাধ্যমে ক্লাসে চলছে শুদ্ধি পরীক্ষা
তার সুত্রের মার-প্যাচে পরলে কেউ পাবে না রক্ষা।
অংকের ছবি ভাবেন সবই,কষেন মাইনাসের সুত্রে
ভবিষ্যতে মাঠে কষতে না পারে ওই শেখের গোত্রে।
এই সুত্রের ধারাবাহিকে যোগ বিয়োগে যৌথ বাহিনী
সারা বাংলার মেধাবী শিক্ষার্থীরা করতেছে কাহিনী।