তেলে ও জলে (২৭১৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৭-১২-২০২৪ ইং তাং
**********************
তেল জল মেশে না কখনো
যদি মেশায় সযতনে,
এই মেশানোর ফায়দা কোথায়?
শুধু সময় ক্ষেপনে।

তুমি ব্যবহার করো পাত্র বুঝে
সময় স্থান নিরুপন করে,
ভাবিয়া না করিলে সব পণ্ডশ্রম
ওই গুনীজনের পথ ধরে।

মিথ্যা মায়ার ওই গোলক ধাঁধায়
সত্য ন্যায় নিষ্ঠার তথ্যগুনে,
আজ ভয়ের ভিতর দিনাতিপাত
এটাই সত্যি সবাই জানে।

তেল মারার অভ্যাস আজও তাই
সাহেব ক্ষমতার পিতামাতা,
পাশে এসে যদি লেজ নাড়িয়ে যায়
অসম্মানে সাহেব ব্যর্থতা।

এদেশে অকৃতজ্ঞের কড়া নজরদারি
সব সেক্টর দখল করছে ঝেঁপে,
এ দেশে উপকারীর কোন খবর নেই
কথা বলতে হয় আজ মেপে।

পুতুলবাজি ছায়াবাজির মত্ত খেলায়
থলের গচ্ছিত সব ছায়া,
এরা নতুন ভাবে পরিবর্তন করতে চায়
পুরানো  সত্য নিষ্ঠা মায়া।