টানা হেঁচড়া  (২৬৭৯ তম)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
০১-১১-২০২৪ ইং তাং
=================
মান-মর্যাদার ভালাই নাই
সব গেছে রসাতলে,
আজ পথ ঘাটে বেইজ্জতি
প্রতিহিংসার ফলে।
পুলিশ দারোগার কদর নেই
চৌকিদারকে স্যার,
ইহার বিপরীত কিছু ঘটলে
জায়গায় দের মার।
জাতীয় শব্দের বেইজ্জতির
পায়তারা যে করছে,
সকল মান-সম্মান ধরে ধরে
ঝোলায় ভরে রাখছে।
পুরাতণ পাগলের ভাত নেই
নব্য পাগলের আমদানি,
ছিঁড়া পোশাক সুকেসে রেখে
এখন পড়ে জামদানী।
সমালোচনা ও আলোচনা যে
এক হতে কি পারে?
হাজার ছিদ্রের পুরান চালনি
সুইচকে ঘৃণা করে।