তামাশার ষোলকলা (২৭০৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৬-১২-২০২৪ ইং
===================
তামাশার ষোলকলা চলছে এখন দেশে
লজ্জা পেয়ে বড় বাবু মুখ লুকাবে শেষে।
ছোটদের মুখে আঁকছে হাহুতাশের ছাপ
সাধারণ সব বলছে,কেউ পাবে না মাফ।
দিনের পর দিন মাথে চড়বে উচ্চ বোঝা
মেরুদণ্ড না থাকলে কেমনে হাটে সোজা।
দেশের কথা কেউ ভাবে না স্বার্থের তরে
নব স্বাধীনতা আজ আগ্নেয়গিরির গোরে।
সব নেতারা জাহির করে স্বার্থের সুনাম
জনগণের কাছে বিক্রি নিজের কুনাম।
সিঁ সিঁ ক্যামেরায় ধরা পরছে আসল রূপ
দেশের স্বার্থে সব জনগন হচ্ছে বিরুপ।
ওরা হিংসায় আউল ফাউল বলছে কথা
কথার কোন মাপকাঠি নেই বকছে যথা।
অভিজ্ঞ মাথার খেলা চলছে,বোঝা বড় দায়
বিপদজনক সব নেতারা ফিরে ফিরে চায়।
সাধারণ সব দিশেহারা,দ্রব্যের মূল্যের জন্য
সুবিধাবাদীরা বেজায় খুশী এতে মহা ধন্য।