তামাশা (২৬৫৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৯-১০-২০২৪ ইং
====================
তামাশা চলছে প্রতিহিংসায়
জ্বলছে মনে আগুন,
সত্য কথারা কারাগারে বন্দী
দাউ দাউ করে দ্বিগুণ।
যেতে যদি চাও শ্বশুর বাড়িতে
সরেস মিষ্টির হাড়িতে,
মুখ ফসকে যেন দোষের কথা
বের হয় না যেন কাড়িতে।
যে কথাগুলো ফলাউ করছে
মনে করছে যেন তামাশা,
জাতির কাছে আনন্দে বলছে
কেহর কাছে যেন হামাশা।
যাকে নিয়ে তামাশায় বিভোর
তাকে ভাবছে যেন তেন,
হাতে অপমান কথায় অপমান
করছে টিভির খবরে যেন।
এ জাতি আজ দেখছে নীরবে
তামাশার সব খন্ড চিত্র,
কাহার আজ কাদের দোসর
কাহারা প্রতিহিংসার মিত্র।