টাকার শক্তি (২৫৫১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৯-০৬-২০২৪ তাং
==================
টাকার খেলায় মাতোয়ারা তাই বিশ্বজগত মোরা
টাকার ক্ষমতার বিকল্প নেই শক্তি জগৎ জোড়া।
টাকা থাকলে মিলে সব দুষ্প্রাপ্য জগতের কিছু
টাকা যাহার অগনিত ধরায় মানুষ ছুটে পিছু পিছু।
টাকার জোর যার আছে ধরাকে করে জ্ঞান সরা
টাকার জন্য মনুষ্যত্ব বিকায় বিবেকটা যায় মারা।
টাকার লোভে বিবেকটাকে বিক্রি করে বাজারে
টাকার লোভ নেই কাহার পাওয়া যায় না হাজারে।
বাহুর বলে আর টাকার জোরে গরীব মারে পিষে
টাকা যদি থাকে গো তোমার ভয় বলো আর কিসে।
ব্যাংকে যাহার  রাশি রাশি টাকা বিরাট অট্টালিকা
গরীব থাকে কুঁড়ের ঘরে টাকার জন্য করে ভিক্ষা।
টাকার বদৌলতে লেঠেল পোষে ধনীক শ্রেনী যারা
শোষন করে জুলুম করে গরীবদের তিলেতিলে মারা।
টাকার জোরে রাজনৈতিক দলীয় বিরোধী নেতা যত
বোমা হামলা কোর্টের মামলায় মরছে ধুকে ধুকে শত।
টাকার জোরে তিলকে করে ভাদ্রের তালের মত ওরা
যাদের কাছে টাকা নেই তাদের জীনন অন্ধকারে ভরা।